বেসামাল নিত্য প্রয়োজনী পণ্য ও জ্বালানি তেলের দাম,ভোলায় প্রতিবাদ মিছিল!!
আশিকুর রহমান শান্তঃ-
চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিস ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৬ আগষ্ট) বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে শতাধিক ব্যক্তি মিছিল নিয়ে ভোলার সদর রোড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওঃ সামছুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ এ বক্তব্য রাখেন ভোলা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জেলা সাধারণ সম্পাদক মাওঃ মফিজুল ইসলাম। খেলাফত মজলিসের নেতা মোঃ ছাবেদ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের ভোলা জেলা সভাপতি মোঃ হাসনাইন সহ খেলাফত মজলিস ভোলা জেলা শাখা ও সদর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে ক্রয়ক্ষমতার মধ্যে আনা হোক, তা মানুষের প্রাণের দাবি। কিন্তু মানুষ মুখ ফুটে সেটি বলতে পারছেন না। দেশে করোনার চেয়েও ভয়ংকর রূপ ধারণ করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ আধপেটা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। কাউকে বলতে পারছেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে, তা কোথায় গিয়ে ঠেকবে, মানুষ জানে না। দ্রুত পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর সঙ্গে জড়িত সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। গরিব-অসহায় ব্যক্তিদের মধ্যে রেশন কার্ড চালুসহ গ্যাস ও পানির দাম কমানোর দাবি করেছেন তাঁরা।