বিএনপির রাজনীতি বিবৃতি পর্যন্তই সীমাবদ্ধ : ভোলায় তোফায়েল আহমেদ!!
এম এ রহিমঃ-
পাঁচ দিনের সফরে ভোলায় আসেন ভোলা ২ আসনের স্থানীয় সংসদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। রবিবার সন্ধ্যায় ভেদুরিয়া ফেরিঘাট হয়ে ভোলায় আসেন সাবেক এই সফল মন্ত্রী। ভেদুরিয়া ফেরিঘাটে ভোলা সদর আসনের এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদ কে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মী জড়ো হয়। এ ছাড়া পথে পথে নেতাকর্মীরা স্বাগত জানান তোফায়েল আহমেদ কে। নেতাকর্মীদের স্বাগত জানানো শেষে ভোলার বাংলাবাজার তোফায়েল আহমেদ এমপি এর বাসভবনে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এসময় তোফায়েল আহমেদ বলেন, বিএনপির রাজনীতি এখন বিবৃতিতে শেষ। বিএনপির নেতারা হুমকি দিয়ে বলেন রাজপথ দখল করবে, রাজপথ দখল করা কি এতই সহজ ? বিএনপির রাজনীতি বিবৃতি পর্যন্তই সীমাবদ্ধ। জ্বালানী তেলের বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ার জন্যই আমাদের দেশে কিছুটা বেড়েছে তবে খ্বু দ্রুতই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। ৫ দিনের সফরে ভোলায় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুস। এছাড়াও আজ ৯টি পথসভায় যোগ দিবেন সাবেক এ মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি জুলফিকার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।