ভোলার বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা,ভোক্তা কর্মকর্তা দৃষ্টি কামনা!!
বাজার প্রতিনিধিঃ-গত সপ্তাহে ভোলার বিভিন্ন হাটবাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিলো। বর্তমানে সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০টাকায়। বুধবার (০৩ আগস্ট) নওগাঁ পৌর পাইকারি বাজারে মরিচ বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদায় তুলনায় সরবরাহ কম থাকায় প্রায় প্রতিদিনই মরিচসহ বিভিন্ন সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ মানভেদে বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগে পাইকারিতে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। মরিচের পাশাপাশি দাম বেড়েছে ঢ্যাঁড়স, করলা, পটোল, বেগুন, কাঁকরোলসহ বিভিন্ন সবজির দাম। পৌর পাইকারি বাজার থেকে ২০০ মিটার দূরে পৌর কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারের তুলনায় সেখানে প্রতি কেজি মরিচ মানভেদে ৩০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পৌর কাঁচাবাজারে বিক্রেতারা প্রতি কেজি মরিচের দাম চাইছেন ২৩০ থেকে ২৪০ টাকা। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। বিষয়টি নিয়ে ভোক্তা কর্মকর্তার দৃষ্টিতে আনতে দাবি জানিয়েছেন সাধারণমানুষ।।