আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার ওসিসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা,পুলিশের প্রতি বিএনপি’র ক্ষোভ !!

ভোলার খবর ডেস্কঃ-ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় রহিম নিহত হবার ঘটনায় তার স্ত্রী সদর থানা ওসি(তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ পুলিশ এবং নাম না জানা আরও ২৫ জনের নামে মামলা দায়ের করেছেন। নিহত রহিমের স্ত্রী খাদিজা বেগম বৃহস্পতিবার, ৪ আগস্ট ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী আমিরুল হক বাছেদ জানান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ আগস্টের মধ্যে ভোলা সদর থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তবে নিহতের স্ত্রী মামলাটি র‌্যাব বা বিচারিক আদালতকে তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন। পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এনিয়ে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়। গত ৩১ জুলাই মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেচ্ছাসেবক দলের সদস্য রহিম ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় ভোলা ছাত্রদলের সভাপতির মৃত্যু হয়। বিষয়টি নিয়ে একের পর এক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ভোলা জেলা বিএনপি পক্ষ থেকে রহিমকে হত্যার দাবি জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন,সাথে সাথে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।।

ফেসবুকে লাইক দিন