ভোলার মানবতাবাদী এন-ডিসি জাহিদুল ইসলামের বদলীজনিত বিদায়
মনির আহাম্মেদঃ
ভোলা জেলা প্রশাসন কার্যালয়ের একজন মানবতাবাদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের (এন-ডিসি) বদলিজনিত বিদায়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে জনস্বার্থে এ বদলি আদেশ জারি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম (এন ডিসি) জনসাধারণ, সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ,জনপ্রতিনিধি , ব্যবসায়ী , পেশাজীবী মানুষের কাছে অত্যন্ত ভালো সেবা প্রদানকারী হিসেবে সু-পরিচিত ছিলেন।। তার বদলিতে জনসাধারণ মানুষের মাঝে শোকের পরিবেশ তৈরি হয়েছে।। তার বদলি জনিত কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদায় শুভেচ্ছা প্রদান করেন।।