আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

মাও.হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা!!

ভোলার খবর ডেস্কঃ-পিরোজপুরে এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা হুজুর) উচ্চ আদালত থেকে নেয়া ৪২ দিনের আগাম জামিন শেষে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হন। পরে আদালত তার জামিন শুনানির দিন ধার্য করেছেন আগামী ২৪ জুলাই। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডি শিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে হাজির হলে তিনি এই দিন ধার্য করেন। পাবলিক প্রসিকিউটর খান মো: আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাত মামলার আসামি মাওলানা হাফিজুর রহমানের নামে চারটি মামলায় রয়েছে। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত তার জামিন শুনানির তারিখ রেখেছেন ২৪ জুলাই। উল্লেখ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মাওলানা রাগিব আহসানসহ তার ভাইয়েরা জেলহাজতে রয়েছেন। তাদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দেয় আদালত।

ফেসবুকে লাইক দিন