আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় গৃহ বধূর রহস্য জনক মৃত্যু!!

মিলি সিকদারঃ-

ভোলার বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড দালাল বাজার সংলগ্ন ভবানী চন্দ্র দাসের বাড়ির, মোঃ ছলেমান এর বড় ছেলে সেলিমের নির্যাতনে শিকার হয় তার স্ত্রী সালমা বেগম, স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বিয়ের পর থেকেই, যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন করে, মৃত শিরাজ ডুবাইর মেয়ে, মৃত সালমাকে, এবং এই নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে, বোরহানউদ্দিন থানায় ও অভিযোগ হয়, পরে থানা পুলিশের মাধ্যমে ঘটনাটি সমাধান করে, এর পরেও থামেনি অসহায় নারীর উপরে নির্যাতন। তেমনিই, পাষাণ স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি আজও, অবশেষে নির্যাতনের শিকারে মৃত্যুর কোলে ঢলে পড়ে, পিতা হারা অসহায় নারী, সালমা বেগম। এই বিষয় সালমার মা গণমাধ্যমকে জানান, আমার জামাতার সাথে আমার মেয়েকে নির্যাতনের কারনে, আমরা বোরহানউদ্দিন থানায় মামলা করি, দুইজন নাতি নাতনির মুখের দিকে তাকিয়ে ঘটনাটি পরবর্তীতে থানায় মিমাংসা করি। মৃত সালমার স্বামী সেলিম এর সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে, তিনি বলেন আমার আত্মীয় এক সাংবাদিক আছে, তার কথা শুনে সব সাংবাদিক চলে গেছে, আপনাদেরকে কোন তথ্য দিতে আমি বাধ্য নই। সেলিমের ছোট বোন বলেন, গণমাধ্যম কর্মীরা কোন তথ্য নেয়ার দরকার নাই। তিনি একাধিক বার সংবাদ কর্মীদের তথ্য নিতে বাঁধা দেন। সেলিম এর ভাইর স্ত্রী সাকি বলেন , আমার ভাবী মৃর্গী রোগে আক্রান্ত ছিলেন, এবং তিনি এই রোগেই মৃত্যু বরন করেন। বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ, মোঃ শাহীন ফকির বিপিএম,জানান, এই ঘটনাটির ব্যাপারে আমি অবগত আছি, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন