বোরহানউদ্দিন ওসির নতুন চমক, আলোচিত কিশোর গ্যাং শান্ত আটক
মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার )
অবশেষে গ্রেফতার হয়েছে ভোলার বোরহানউদ্দিনের দুই কলেজ ছাত্রী’কে হেনস্তা কারী কিশোর গ্যাং শান্ত। গতকাল ২৩শে জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় শান্ত’কে গ্রেফতার করে বোরহানউদ্দিন পুলিশ। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি বলেন, অভিযোগে প্রেক্ষিতে আমরা তাকে আটক করি। আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ১৯ জুন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে প্রকাশ্যে দুই শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগ ব্যাপক আলোচিত গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।ভোলার বহুল সমালোচিত কিশোর গ্যাং প্রধান শান্তসহ তার দোসররা কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারধর করার অভিযোগ রয়েছে। দুই ভুক্তভোগী জানান, বেশ কয়েকদিন যাবৎ শান্তসহ তার দোসররা সারাসরি আমাদের প্রেমের প্রস্তাব দিয়ে উত্তপ্ত করে আসছে, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৯ জুন বোরহানউদ্দিন পলিটেকনিকেল এর সামনে শান্ত সহ তার দোসররা আমাদের অটো রিকশা থেকে নামিতে বলে, আমরা না নামতে চাওয়ায় আমার বান্ধবীকে চর থাপ্পর মারতে শুরু করে, আবার একদল কিশোর গ্যাং টা ভিডিও করে। অতঃপর গত ২০ জুন বোরহানউদ্দিন থানায় সরাসরি অভিযোগ করার পরেও এখন পর্যন্ত কিশোর গ্যাং শান্ত সহ তার দোসরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং সাংবাদিকদের কাছে আমরা বিষয়টি তুলে ধরি। আমরা এর বিচার চাই। অথচ ওসি বোরহাউদ্দিন সাথে যোগাযোগ করলে, তিনি জানান থানায় কোনো অভিযোগ করা হয়নি, আসামিদের গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। বিষয়টি নিয়ে বোরহানউদিনের উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে, তিনি জানান দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি বোরহাউদ্দিনকে নির্দেশনা প্রদান করেছি। আশাকরি অতি দ্রুত কিশোর গ্যাং শান্তসহ তার দোসরদের গ্রেপ্তার করা হবে। বিষয়টি নিয়ে আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষকে বারবার মুঠোফোনে চেষ্টা করা সত্ত্বেও এখন পর্যন্ত সংযোগ করা যায়নি। জানা যায়, কিশোর গ্যাং প্রধান শান্ত বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের স্থায়ী বাসিন্দা। শান্তর নেতৃত্বে কিশোর অপরাধ বেড়েই চলেছে বোরহানউদ্দিনে।