নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

অনলাইন ডেস্ক :
টোকিওর জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রীতি ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ৭৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান গড়ে দেন নেইমার।
ব্রাজিলের হয়ে নেইমারের গোল হলো ৭৪টি। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি পেলেকে ছুঁতে আর তিন গোল দরকার তার।
ম্যাচের স্কোরলাইন দেখে ম্যাচজুড়ে ব্রাজিলের দাপট বোঝার উপায় নেই। ৫৩ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ২১টি শট নেয় ব্রাজিল, যার পাঁচটি ছিল লক্ষ্যে।