মনপুরায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসারের হুঁশিয়ারি,২ ব্যবসায়ীকে জরিমানা।
আমিনুল ইসলাম শামীম!!
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় মাহে রমজানকে উদ্দেশ্য করে, নিত্য প্রয়োজনীয় দাম নিয়ন্ত্রণে আজ মাঠে তৎপর ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া।। সাথে সাথে বাজার ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করেন।। আজ মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র ফকির হাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় পন্যের তালিকা, না টানানোর দায়ী ব্যবসায়ী সত্যবান সাহা ও ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিনকে নগদ ২০০০/- টাকা জরিমানা করেন নির্বাহী অফিসার শামীম মিয়া।। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে, অন্যান্য সকল ব্যবসায়ীকেও হুঁশিয়ারি প্রদান।।
বিষয়টি নিয়ে মনপুরা উপজেলা নিবার্হী অফিসারের নিকট জানতে চাইলে তিনি আপনি জানান বাজার নিয়ন্ত্রণে জনকল্যাণে এ ধারা অব্যাহত থাকবে।।