মনপুরা বাসীকে রমজান শুভেচ্ছা – হাফেজ রফিকুল ইসলাম।।
জে এম ফিরোজ,স্টাফ রিপোর্টারঃ-
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন মনপুরার সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক হাফেজ মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। আনন্দ মিছিলে নেতৃত্বে প্রদান করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। মুখরিত আনন্দ মিছিলে শতাধিক মুসল্লিয়ানে কেরাম, তরুণ যুবক অসাধারণ জনগণ অংশগ্রহণ করেন।। এ সময়ে রমজানকে স্বাগত জানিয়ে স্লোগানে মুখরিত করা হয় আনন্দ মিছিলটি। আনন্দ মিছিলটি কয়েকটি বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ করেন। সমাপনী বক্তব্যে মনপুরার অতি জনপ্রিয় আলেমে দ্বীন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সকল মনপুরা বাসীকে রমজান শুভেচ্ছা জানিয়েছেন।আনন্দ মিছিলে আরো অংশগ্রহণ করেন বিআরডিবি সভাপতি আব্দুস সালাম মিয়া, রামনেওয়াজ বাজার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মাহাজন, রামনেওয়াজ বাজার মসজিদ সাধারণ সম্পাদক হেলাল মিয়া, মোহাম্মদিয়া নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকই।।