ক্রিড়া প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকা দিনের খেলা শেষ করেছে ২৩৩ রান নিয়ে, হারিয়েছে ৪টি উইকেট। প্রথম দিনে মোট ৭৬.৫ ওভার খেলা হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৩৩/৪ (৭৬.৫ ওভার)
এলগার ৬৭, বাভুমা ৫৩*, আরউই ৪১, ভেরেইন্নে ২৭*
খালেদ ৪৯/১, মিরাজ ৫৭/১, এবাদত ৫৮/১