মনপুরায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

ভোলার খবর ডেস্ক :
মনপুরায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগে আল আমীন নামে এক কলেজছাত্র গ্রেফতার করেছে পুলিশ। স্কুলছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ মার্চ) মনপুরা উপজেলার ২নং হাজীর হাট ইউনিয়নের দাসের হাট গ্রামের অভিযুক্ত কলেজছাত্রের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।মনপুারা থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত কলেজছাত্র মোঃ আল আমীন (২২) ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলো। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী পার্শবর্তি তার খালার বাড়িতে বেড়াতে গেলে আল আমীন তাকে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধর করে। এসময় স্কুলছাত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কলেজছাত্র পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই স্কুলছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০৫। এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদ আহমদ ভোলার খবর কে জানান, স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাই করে আমরা অভিযান পরিচালনা করি। গ্রেফতারকৃত কলেজছাত্রকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।