আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৫ ইং, ১৫ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার মনপুরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন!!

শহিদুল ইসলাম ##
ভোলা জেলার মনপুরা উপজেলা দাসেরহাট গ্রামে বাসিন্দা সাজিয়া বেগম নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন করা হয়। গত ২৭/০৩/২০২২ তারিখে রোজ (রবিবার) সকাল অনুমানিক ১০ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে জানা যায় সাজিয়া বেগমের স্বামী মোঃ নেজু ও তার দেওর মোঃ নিজাম দীর্ঘদিন যাবত সাজিয়া বেগম এর কাছ থেকে এক লক্ষ টাকার যৌতুক দাবি করে আসছেন। উক্ত দাবিকৃত যৌতুকের টাকার ব্যাপারে সাজিয়া বেগম তার পিতা নুর আলম (নান্নু বাতানিয়া) কে জানায় তার পিতা উক্ত টাকা দিতে পারবে না বলে জানায়। তাতে রাজিয়া বেগমের স্বামী মোঃ নেজু ও তার দেওর মোঃ নিজাম তার উপর উত্তেজিত হয়ে তাকে মারধর করে। তাদের মারধরে সাজিয়া বেগমের শরীরের বিভিন্ন অংশে ও চোখে নীলা ফুলা জখম হয়। এ খবর জানতে পেরে বাদীনীর পিতা মোঃ নুর আলম (নান্নু বাতানিয়া) স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীরসহ মেয়েকে নিয়ে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে চাইলে ব্যর্থ হন, পরবর্তী সময়ে ৩০/০৩/২০২২ তারিখে মনপুরা থানায় অভিযোগ দায়ের করে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সাজিয়া বেগম বাদী হয়ে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন