রানের পাহাড়ে হায়দ্রাবাদকে পিষ্ট করে দাপুটে জয়ে শুরু স্যামসনদের রাজস্থানের
হায়দ্রাবাদ-রাজস্থান, পুনে (টস-হায়দ্রাবাদ/ফিল্ডিং)
রাজস্থান রয়্যালস- ২১০/৬, ২০ ওভার (স্যামসন ৫৫, পাডিক্কাল ৪১, হেটমায়ার ৩২, মালিক ২/৩৯, নাটারাজান ২/৪৩, ভুবনেশ্বর ১/২৯)
সানরাইজার্স হায়দ্রাবাদ- ১৪৯/৭, ২০ ওভার (মার্করাম ৫৭*, সুন্দর ৪০, শেফার্ড ২৪, চেহেল ৩/২২, কৃষ্ণ ২/১৬, বোল্ট ২/২৩)
ফলাফল: রাজস্থান ৬১ রানে জয়ী
ব্যাটে-বলে প্রায় নিখুঁত এক ম্যাচই খেলল সাঞ্জু স্যামসনের দল। অধিনায়ক নিজে ব্যাট হাতে ঝড় তুলে পথ দেখিয়েছিলেন; সেই পথে হেটে দেবদূত পাডিক্কাল ও শিমরন হেটমায়ার রাজস্থানকে এনে দিয়েছিল এই মৌসুমের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে প্রাসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চেহেলদের দৌরাত্মে রীতিমত খাবি খেয়েছে হায়দ্রাবাদ।
বিস্তারিত আসছে…