আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং, ১৫ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

পরাজিত হয়ে যে অজুহাতের কথা বললেন দ. আফ্রিকার অধিনায়ক

 

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, বাংলাদেশি ক্রিকেটাররা আমাদের দেখিয়ে দিয়েছে যে কিভাবে খেলতে হয়।

প্রোটিয়া অধিনায়ক বলেন, আপনারা দেখেছেন টাইগাররা এই সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সিরিজে আমরা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছি। অথচ আমরাই ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলাম।তিনি আরও বলেন, টাইগারদের বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজে আমরা অবশ্যই যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের যারা আইপিএল খেলে তারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই অনুধাবন করবেন আইপিএল তাদের বিভ্রান্ত করল। তাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে, কিন্তু এটি একটি অজুহাত নয়।প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, এখন প্রতিটি সিরিজই ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অন্তর্ভূক্ত। বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য এখানে পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর আমরা এই সিরিজে হেরে কয়েক ধাপ পিছিয়ে গেছি।

ফেসবুকে লাইক দিন