আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

মেসিকে নিয়েই ১১ সদস্যের ‘সুপারসনিক’ একাদশ সাজালো আর্জেন্টিনা

 

কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি।এই দুটি ম্যাচের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলানি। আর্জেন্টিনার সর্বশেষ দুই ম্যাচে বিশ্রামে থাকায় স্কোয়াডে ছিলেন না মেসি।আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৯ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে নেই নিষেধাজ্ঞায় থাকা চার ফুটবলার; এমিলিয়ানো মার্টিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসো।এছাড়া চোটের কারণে নেই দলে নেই মার্কুস আকোনা ও আলেসান্দো গোমেস। চোট থেকে সেরে উঠলেও বিশ্রাম দেওয়া হয়েছে পাওলো দিবালাকে।১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমান ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল।আর্জেন্টিনা স্কোয়াড গোলরক্ষক: ফ্রাঙ্কো আর্মানি, হুয়ান মুসসো ও জেরোনিমো রুল্লি। ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, হুয়ান ফয়েথ, নাহুয়াল মলিনা পেজ্জেল্লা, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিফিকো।মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি, লেয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকুয়েল পালাসিওস, লুকা রোমেরো, আলেক্সিদ ম্যাক আলিস্টার, ভালেন্তিন কারবোনি, আলেজান্দ্রো গারনাচো, নিকোলাস পাজ,তিয়াগো গেয়ালনিক ও মানুয়েল লানজিনি।ফরোয়ার্ড: আঞ্জেল কোরেরা, মাতিয়াস সোলে, লুকাস ওকাম্পাস, দি মারিয়া, নিকোলাস গঞ্জালেস, জুয়াকুইন কোরেরা, লিওনেল মেসি, লুকাস বোয়ে, লাওতারো মার্টিনেজ ও হুয়ান আলভারেজ।

ফেসবুকে লাইক দিন