আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং, ১৩ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সর্বশেষঃ

ভোলা জেলা সাবেক শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে নিহত!!

 

স্টাফ রিপোর্টারঃ-

সাবেক ভোলা জেলার শিক্ষা কর্মকর্তা ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ গোপাল দে লঞ্চে উঠার আগেই ভোলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন। (১৮ মার্চ) শুক্রুবার সন্ধ্যায় শহরের কালিনাথ রায় বাজারস্থ দরগাহ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকালে ভোলা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে রাস্তায় বের হন তিনি। রাস্তায় গাঁড়ির জন্য দাড়িয়ে অপেক্ষা করতে থাকলে পিছন দিক থেকে একটি মাহেন্দ্র তাকে ধাক্কা দিলে মুহূর্তেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে ভোলা পৌর সভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। চাকরি জীবনে তিনি অনেক বছর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করার পর একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তার পদোন্নতি হয়।
চাকরি জীবনের শেষের দিকে তিনি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত থেকে অবসরে গিয়েছিলেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার পরপরই মাহিন্দ্রা চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

ফেসবুকে লাইক দিন