ডি কক-রাবাদা-মিলারদের নিয়েই বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
ভোলার খবর ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ফিটনেসের কারণে দলে জায়গা হয়নি আনরিক নরকিয়া ও সিসান্ডা মাগালার।
আগামী ১৮ মার্চ শুরু হয়ে সিরিজটি শেষ হবে ২৩ মার্চ। এর তিন দিন পরই শুরু আইপিএলের পঞ্চদশ আসর। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে খেলার বিষয়টি ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার বোর্ড।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা