আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার চরফ্যাশনে বিবস্ত্র করে বড় ভাইকে মারধর, ছোট ভাই গ্রেফতার

ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা সংলগ্ন কলেজের সামনে রবিবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোঃ নুর সোলেমান নামের এক ব্যক্তিকে জনসম্মুখে বিবস্ত্র করে মারধর করে গুরুতর আহত করেছেন তার সৎ ছোট ভাইয়েরা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে ঘটনার সাথে জড়িত সৎ ভাই মোঃ কবিরকে চরফ্যাশন সদর থেকে শশীভূষণ থানা পুলিশ গ্রেফতার করেছেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাছনুর বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মোঃ নূর সোলেমানের পিতা হোসেন ডাক্তার দুইটি বিবাহ করেন, নুর সোলেমান বড় মায়ের দ্বিতীয় সন্তান। জমি সংক্রান্ত বিষয় এবং পারিবারিক কলহের জের ধরে তার পিতার দ্বিতীয় পক্ষের ছেলে কবির এবং জাহাঙ্গীরসহ অপর ভাইয়েরা তাকে রবিবার রাতে জনসন্মুখে বিবস্ত্র করে মারধর করে গুরুতর আহত করেন।
বিষয়টি স্থানীয় এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে সমালোচনার ঝড় ওঠে ফলে শশীভূষণ থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরের কবির হোসেনকে চরফ্যাশন সদর থেকে আটক করেন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটোওয়ারী এর সত্যতা নিশ্চিত করে বলেন অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন