ভোলার মনপুরায় জলদস্যু আতঙ্ক, জলদস্যু অভিযানে আটক ২
মনপুরা প্রতিনিধি##
হাতিয়া উপজেলার জলদস্যু মহিউদ্দিন বাহীনির ২ জলদস্যু আটক। মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাঈদ আহম্মেদ প্রযুক্তি ব্যবহার করে ছদ্ধবেশে হাতিয়া উপজেলার তমরুদ্দিন এলাকা থেকে মহিউদ্দিন বাহীনির অন্যতম ২ জলদস্যু কে বুধবার রাত ১০ টায় আটক করে মনপুরায় নিয়ে আসে। আটক জলদস্যু হলেন মোঃ ইসমাইল হোসেন বেচু(২১) ও মোঃ নাহিদ হোসেন হ্রদয়(২৬)। বৃহস্পতিবার আদালতে বিজ্ঞ ম্যাজিষ্টেট জলদস্যুদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।