আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার সুবিধা বঞ্চিত মনপুরায় স্বাস্থ্য বিভাগে ৯ ডাক্তার যোগদান ।

মনপুরা প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন নতুন ডাক্তার যোগদান করেছেন। এর ফলে উপজেলাবাসী পাবেন দীর্ঘদিনের বঞ্চিত স্বাস্থ্য সেবা। আশা করা হচ্ছে এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা বৃদ্ধি পাবে!অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সঙ্কটের সমাধান হবে । গত সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে তারা যোগদান করেন। নতুন যোগদানকৃত ডাক্তারদের কে হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে কেক কাটা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বিন্দু। এ নিয়ে বর্তমানে মনপুরা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল ডাক্তারের সংখ্যা দাঁড়ালো মোট ১২ জন। হাসপাতাল সূত্রে জানা জায়, দীর্ঘদিন কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ পোস্ট খালি থাকলেও সেখানে কাহুকে নিয়োগ দেওয়া হয়নি।
মনপুরায় ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত দেড় লক্ষাধিক জনসংখ্যা এ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত চিকিৎসকের স্বল্পতার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। কম সংখ্যক ডাক্তার থাকার ফলে ডাক্তারদের রোগী দেখতে গিয়ে চরম হিমশিম খেতে হয়েছে প্রতিনিয়ত। এরই মধ্যে সম্প্রতি ৪২তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ নবাগত ৯জন ডাক্তার মেডিকেল অফিসার হিসেবে যোগদান করায় স্বাস্থ্যসেবা আরোও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় জনগণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাসেল আহাম্মদ ভূইয়া জানান, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১১ জন চিকিৎসকের পোষ্ট থাকলেও দীর্ঘদিন যাবত ০৩ জন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন। এখন নতুন ৯ জন চিকিৎসক সংযুক্ত ভাবে যোগদান করায় ১২ জন চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিতে আরোও সহজ ও বেগবান হবে।

ফেসবুকে লাইক দিন