গাপটিল-কোহলিকে টপকে টি-২০তে সর্বোচ্চ রানের নতুন মালিক রোহিত শর্মা
ক্রিড়া প্রতিবেদক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস সর্বোচ্চ রানের মালিক এখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। লখনউতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন হিটম্যান। এদিন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ভারতের বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক।এই ম্যাচের আগে পর্যন্ত রোহিতের থেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের গাপটিল ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এই রেকর্ডটি অর্জন করতে রোহিত শর্মার প্রয়োজন ছিল ৩৭ রান, প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ তম রান নেওয়ার সাথে সাথেই টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বোচ্চ রানের মালিক হয়ে যান।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান-
১। রোহিত শর্মা – ১২৩ ম্যাচ, ৩৩১৭ রান
২। মার্টিন গাপ্তিল – ১১২ ম্যাচ, ৩২৯৯ রান
৩। বিরাট কোহলি- ৯৭ ম্যাচে, ৩২৯৬ রান