বিধ্বংসী ব্যাটিংয়ে রাইহানের সেঞ্চুরি, একাই করলেন- ১১৭
ভোলার খবর ডেস্ক :
ভোলায় মুজিব শতবর্ষ ক্রিকেট লীগ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাবের খেলোয়ার রাইহানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভেদুরিয়া স্পোর্টিং ক্লাব বিপক্ষে ১৯৮ রানে বড় জয় পেয়েছে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভেদুরিয়া স্পোর্টিং ক্লাব। টসে হেরে প্রথমে ব্যাট করে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ২৮৯ রান করে। দলের পক্ষে রাইহান আহাম্মদ ১১৭ রান ও আতিক ৮৪ রান করে।
ভেদুরিয়া স্পোর্টিং ক্লাবের আলিফ ২ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট হাতে ভেদুরিয়া স্পোর্টিং ক্লাব ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান গুটিয়ে যায়। দলের পক্ষে মঈন ২৪ রান করে। কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব তামিম ৩ উইকেট লাভ করেন। ১৯৮ রানে ভেদুরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব।