ভোলায় নূরানী মাদ্রাসায় বর্বরতা, শিক্ষক গ্রেপ্তার
বোরহানউদ্দিন সংবাদদাতাঃ-
ভোলার বোরহানউদ্দিনে পড়া না পাড়ায় হালিমা (৪) নামে এক শিশুকে পিটিয়ে গুরুত্বর আহত করেছেন এক নূরয়ানি মাদ্রাসার শিক্ষক । এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক রেদোয়ান (৪০) কে গ্রেফতার করেছে। জানাযায়, উপজেলার টবগী ইউনিয়নের বেপারী বাড়ী নুরানী মাদ্রাসায় পড়ে। গত শনিবার মাদ্রাসা যায়। অভিযুক্ত শিক্ষক তাকে পড়া জিজ্ঞাসা করলে ওই হালিমা বলতে পারেনি। এজন্য শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এতে শিশু কন্যার পিঠে লালচে নীলা-ফুলা জখম হয়। এ ঘটনা শিশুটির মা বিবি মরিয়ম বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে-শিশু আইন ২০১৩ এর ৭০ থানায় মামলা দায়ের করে মামলা নং-৮, তারিখ-০৬/০২/২০২২ইং,এ ব্যাপার বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে রেদোয়ানকে গ্রেফতার করে।আসামীকে যথা সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।