নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ দিন পার করল বাংলাদেশ
দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন (১০৯ বলে ৬৪) আউট হয়ে গেলেও তৃপ্তিটা একেবারে কমে যায়নি। নিউজিল্যান্ডকে ৩৫০ রানের নিচে আটকে রাখার পর বাংলাদেশ আজ দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ডের চেয়ে ১৫৩ রানে পিছিয়ে থেকে। হাতে এখনো ৮ উইকেট।
দিন শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১৭৫। ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান – টেস্ট ক্যারিয়ারে প্রথম অর্ধশতক পাওয়া মাহমুদুল (২১১ বলে ৭০) ও অধিনায়ক মুমিনুল হক (৮)।
মাউন্ড মাঙ্গানুয়ে শনিবার প্রথমে বল হাতে ভালো শুরু করে বাংলাদেশের পেসাররা। দ্বিতীয় দিনে ব্যাট হাতেও উজ্জ্বল বাংলাদেশের ব্যাটাররা।
অর্ধশতকের পর ফিরলেন শান্ত, দেড়শ পার বাংলাদেশের
নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয়ার পর ব্যাট হাতেও এরই মধ্যে দলীয় দেড়শত পার করে ফেলেছে বাংলাদেশ।
নেইল ওয়াগনার বলে অফসাইডে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড় দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত । কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইল ইয়াংয়ের হাতে। আর তাতে সাজঘরে ফিরেন শান্ত। ফেরার আগে করেছেন ৬৪ রান।বাংলাদেশ প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান। ক্রিজে নেমেছেন অধিনায়ক মুমিনুল হক।অন্যপ্রান্তে ৫৭ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়।
৪৩ রানে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান আউট হলেও দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান ও নাজমুল হোসেনের জুটিতে আসে শতরানেও বেশি।
অর্ধশতক করেছেন দুই ব্যাটার নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। ৫১তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে ছক্কা মেরে অর্ধশতকে পৌঁছেছেন নাজমুল। তার কিছুক্ষণ পর ৫৩তম ওভারে রবীন্দ্রর বলে এক রান নিয়ে দ্বিতীয় টেস্টে গড়ানো ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছেছেন মাহমুদুলও।
নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে প্রথম সেশনে টাইগারদের বোলিং তোপে ৩২৮ রানেই গুটিংয়ে যায় নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান। ৪০ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় এবং অন্যপ্রান্ত ২০ রানে আছেন নাজমুল হাসান জয়।
৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আজ আর ৭০ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট তুলে নিলেন বাংলাদেশের বোলাররা। তাতে ৩২৮ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। শেষ তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কাটা দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
শেষ ৫ উইকেটে রোববার ৭০ রান যোগ করেেছ নিউ জিল্যান্ড। এর বেশিরভাগই এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। ৩২ রান নিয়ে দিন শুরু করা বাঁহাতি ব্যাটসম্যান ১২ চারে ১২৭ বলে করেছেন ৭৫ রান।
সাবলীল ব্যাটিংয়ে ইনিংস শুরু করেন দুই টাইগার ওপেনার। সাদমান ও জয় খেলেন টেস্ট মেজাজে। ২২ রান করে ওয়াগনারের বলে কট অ্যান্ড বোল্ড হন সাদমান।
এর আগে, ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। হাতে ছিল ৫ উইকেট। তবে, বেশি দীর্ঘ হয়নি কিউইদের প্রথম ইনিংস।
স্বাগতিকরা অলআউট হয় ৩২৮ রানে। শরিফুল ও মিরাজ দুজনে শিকার করেন ৩টি করে উইকেট। কনওয়ের পর নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন মুমিনুল। সবশেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে নিকোলস করেন ৭৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১ ওভারে ৭০/১ (সাদমান ২২, মাহমুদুল ৬০*, শান্ত ৬৪, মুমিনুল ০*: সাউদি ১৩-২-৩১-০, বোল্ট ১৩-৫-৩২-০, জেমিসন ১১-৩-৩৩-০, ওয়্যাগনার ১৬-৫-২৭-২, রাচিন ৯-১-২৬-০)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৫৮/৫) ১০৮.১ ওভারে ৩২৮ (নিকোলস ৭৫, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।