শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল, সেক্রেটারি রাজিব
ভোলার খবর ডেস্ক :
আগামী এক বছরের জন্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি পদে রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল পদে রাজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। বুধবার বিকালে রাজধানীতে আয়োজিত এক সম্মেলনে নতুন এই দুই নেতার নাম ঘোষণা করা হয়।
সারাদেশের সদস্যদের অনলাইনে ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হয়। পরে সভাপতি ২০২২ সেশনের কার্যকরি পরিষদের সাথে পরামর্শ করে রাজিবুর রহমানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান ও ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।