মেসি-রোনালদোদের টপকে বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপে
দুবাইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘোষিত হলো গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলারের নাম। মেসি-রোনালদো-লেভানদোস্কি-সালাহদের পেছনে ফেলে এবার সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপে।গত সপ্তাহেই ২৩ বছরে পা রাখা এমবাপে গ্লোব সকারের দ্বাদশ সংস্করণের পুরস্কার জিতলেন। দুবাইয়ের আর্মানি হোটেলে হয় এবারের এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।ফুটবল বিশ্বের নামী দামী সব তারকাদের পেছনে ফেলে গ্লোব সকার কর্তৃক প্রদত্ত বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতে নিলেন ফ্রান্সের এই তরুণ তারকা।এবারের ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ শিরোপা ব্যালন ডি অর জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু গ্লোব সকার অ্যাওয়ার্ডে মেসিও পারেননি এমবাপাকেও পেছনে ফেলতে। এমনকি পারেননি লেভানদোস্কিও।তবে বর্ষসেরা না হলেও ভক্তদের চোখে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন লেভানদোস্কি। সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ম্যারাডোনা ট্রফিও জিতেছেন তিনি।