লঞ্চে অগ্নিকাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা দাখিলেরও নির্দেশ দেন আদালত।
এছাড়াও নৌরুটে চলাচলকারী লঞ্চ ও জাহাজগুলোর সর্বশেষ আপডেট ৯০ দিনের মধ্যে দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দ্রুত দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের ৫০ লাখ এবং আহতদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানিতে এসব নির্দেশ দেন হাইকোর্ট।