আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী

বক্সিং ডে টেস্ট: অজি বোলারদের তোপে প্রথম দিনেই অলআউট ইংল্যান্ড

খেলা ডেস্ক :
অ্যাশেজের ৩য় টেস্টের প্রথম দিনেই অলআউট ইংল্যান্ড। চা বিরতির আগেই ১৮৫ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৬১ রান করে ১ম দিনের খেলা শেষ করেছে অজিরা।মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনে অজি অধিনায়ক প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। দুই ওপেনার হাসিব হামিদ আর জাক ক্রলি’র পর ডেভিড মালানকেও আউট করেন কামিন্স। মাঝে ইংলিশ অধিনায়ক জো রুট হাফসেঞ্চুরি করলেও বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। শেষ দিকে নাথান লায়নের ৩ উইকেট শিকারে ১৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ১ম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেও ৩৮ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামেন নাথান লায়ন। তাকে সাথে নিয়ে আর কোন অঘটন হতে দেননি মার্কাস হ্যারিস। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্টে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে অজিদের। আর সিরিজ বাঁচিয়ে রাখতে হার এড়ানোর বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।

ফেসবুকে লাইক দিন