আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ ইং, ৩রা জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

আগুনে পোড়া লঞ্চটির ৪১ যাত্রী এখনো নিখোঁজ

ভোলার খবর ডেস্ক
ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় আরো ৪১ জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো আবার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস নিখোঁজদের সন্ধানে স্বজনেরা ভিড় করছেন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আছে এলাকার পরিবেশ। কাল সকাল থেকেই নদীতীরে ছোটাছুটি করছেন অনেকে।এদিকে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়র সার্ভিসের কর্মীরা। সকালে দুর্ঘটনাস্থল দিয়ারপুরসহ আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।এদিকে ঝালকাটিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৪৬ জন বর্তমানে ভর্তি আছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে । এসব রোগীদের সুচিকিৎসা দিতে রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭ চিকিৎসক বর্তমানে কাজ করছেন এই হাসপাতালে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় বিপর্যস্ত লঞ্চটি ভেড়ানো হয়। লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। পরে সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে অনেকে নদীতে ঝাঁপ দেন।

ফেসবুকে লাইক দিন