আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ভোলার খবর ডেস্ক :
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।
তাদের দপ্তর থেকে জানানো হয়েছে, রাষ্ট্র ও সরকারপ্রধান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি হামিদ আহতদের আশু আরোগ্য কামনা করেন। এছাড়া রাষ্ট্রপতির পাশাপাশি বর্তমানে মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুক্রবার এক শোক বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। এসময় প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের স্বজনদের নিকট লাশ হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থান করেও এ বিষয়ে প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী।ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ ঝালকাঠি সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় বৃহস্পতিবার রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪১ জনের প্রাণহানি এবং ১২০ জনের বেশি দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া মরদেহ শনাক্তকরণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফেসবুকে লাইক দিন