আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মধ্যরাতে লঞ্চে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ

ভোলার খবর ডেস্ক /
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক একটি লঞ্চে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গণমাধ্যমের বরাতে এতে করে ৬৫ থেকে ৭০ জন যাত্রী হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চ্যানেলের সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি লঞ্চ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা। হতাহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।
লঞ্চের কয়েকজন যাত্রীরা গণমাধ্যকে জানান, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা ফিরছিলেন। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় যাত্রীরা অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পেরেছেন। অনেকে হয়তো পারেননি।উদ্ধার হওয়া যাত্রীরা গণমাধ্যমকে জানান, রাত তিনটার দিকে লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেক যাত্রী লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল বলেও জানান উদ্ধার হওয়ারা।এছাড়া আগুন লাগার খবর পাওয়ার পরপরই দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। তবে, কুয়াশার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। এদিকে, আহত ৭০ জনকে উদ্ধার করে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রিপোর্ট লেখাকালীন সময়ে এ ঘটনায় কোন নিহতের খবর পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন