আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বিশ্বসেরা পেসারকে দলে ভেড়ালো কুমিল্লা

খেলা ডেস্ক :
বিপিএলের ডামাঢোল বেশ ভালোভাবেই বেজে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। জানিয়ে দেয়া হয়েছে বিপিএল শুরুর এবং ফাইনালের তারিখ। সে সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে ৬টি ফ্রাঞ্চাইজির দল গঠনের লক্ষ্যে প্লেয়ার্স ড্রাফটের তারিখও।তবে, বিসিবি থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে এবার কোনো আইকন সিস্টেম থাকবে না। যদিও দলগুলো চাইলে আগেই দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে যে কোনো একজনকে অটো চয়েজে দলভূক্ত করে নিতে পারবে।সে হিসেবে এরই মধ্যে বরিশালের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল সাকিব আল হাসানকে নিশ্চিত করে ফেলেছে। আগামী বিপিএলে সাকিব বরিশালের হয়েই খেলতে যাচ্ছেন। সাকিব নিজেও আজ যুক্তরাষ্ট্র যাওয়ার প্রাক্কালে এ কথা জানিয়ে গেছেন।আজই সন্ধ্যার পর বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়, অটো চয়েজ হিসেবে তারা এরই মধ্যে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলভূক্ত করে নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন