আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বিপিএলে আইকন না রেখে গ্রেডিং পদ্ধতিতে পারিশ্রমিক নির্ধারণ

ভোলার খবর ডেস্ক :
বিপিএলের প্লেয়াস ড্রাফট পিছিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। তবে এবার থাকছে না আইকন ক্রিকেটার। গ্রেডিং পদ্ধতিতে বিদেশিদের চেয়ে দেশিদের জন্য বেশি পারিশ্রমিক থাকবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।বিপিএল ফিরছে এক মৌসুম পর। নিউ নরমাল ও আন্তর্জাতিক ব্যস্তসূচি চিন্তার প্রধান কারণ। এবারে জমকালো উদ্বোধনের সম্ভাবনা কম। এবার চ্যাম্পিয়নের প্রাইজমানি ১ কোটি টাকা অন্যদিকে রানার্সআপ দল পাবে ৫০ লাখ। খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ছয় দল নিয়ে সিজন এইট, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি হবে এক বছরের জন্য। তবে শর্ত পূরণে ব্যর্থ হলে বিকল্পও হাতে আছে বিসিবির।এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে আয়োজন হচ্ছে বিপিএল। ২৭ ডিসেম্বর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা, সেটা পেছানোর সম্ভাবনাও আছে। দুই ভেন্যুর কথা শোনা গেলেও তিন ভেন্যুতেই হবে এবারের বিপিএল। এবার আইকন ক্রিকেটার না রেখে গ্রেডিং পদ্ধতিতে পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। সর্বোচ্চ ক্যাটাগরিতে দেশিরা পাবে ৭০ লাখ, বিদেশিদের জন্য সেটা ৬০ লাখ টাকা। ড্রাফটের বাইরে চুক্তি করলে তাদের ক্ষেত্রে অন্য হিসেব। এছাড়াও স্থানীয় খেলোয়াড়দের জন্য ৭০, ৩৫, ২৫, ১৮ এবং ১২ লাখ টাকা এভাবে গ্রেডিং করা হয়েছে। বিদেশিদের ক্ষেত্রে ৭০ থেকে শুরু করে ৩০, ২৫ এবং ২০ হাজার এভাবে হবে। ‘জাতীয় তারকাদের যারা টানা খেলার মধ্যে আছে, চাইলে তারা শুরুর দিকে বিশ্রাম নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের। এদিকে ৬ অক্টোবর বিসিবির নির্বাচন হলেও গত আড়াই মাসে হয়নি কোনো স্ট্যান্ডিং কমিটি। কারণটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা। অবশেষে ২৪ ডিসেম্বর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন।

ফেসবুকে লাইক দিন