আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ ইং, ২৪শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বিপিএলে বরিশালে খেলবেন আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংস

অনলাইন ডেস্ক :
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সাকিব আল হাসানকে দলে নিয়েছে বরিশাল। ফরচুন গ্রুপের এই দল অনেক আগেই সাকিবকে সাইনিং করিয়েছে বলে জানা গেছে মিডিয়ার সামনে। এবার আরো বড় খবর৷ ফ্রাঞ্চইজির একজন সুত্র জানিয়েছেন বিদেশী কোটার তিনজনের সাথেও চুক্তি প্রায় চুড়ান্ত।ইতোমধ্যে হট কেক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে দলটি। ফ্রাঞ্জইজির সুত্রমতে রাসেলের সাথে চুড়ান্ত হয়েছে অনেক আগেই। দল নিশ্চিত হওয়ার পরপরই আন্দ্রে রাসেলের সাথে যোগাযোগ করে দলটি৷ বিপিএলের সব ম্যাচ তিনি খেলবেন কিনা সেটি নিয় অবশ্য পরিস্কার ধারণা দিতে পারেননি সেই সুত্র।তিনি নাম না প্রকাশ করার শর্তে বলেন, “বিদেশী যে তিনজনের সুযোগ আছে ড্রাফটের আগে সাইন করানোর তাদের মধ্যে দুইটা নাম আমরা ইতোমধ্যে চুড়ান্ত করেছি যে তারা আসছেন। একজন হলেন আন্দ্রে রাসেল। আরেকজন ইংল্যান্ডের স্যাম বিলিংস। আমরা এখনই আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি না। তিনজন চুড়ান্ত হলে আমরা জানাতে পারবো।”প্লেয়ার্স ড্রাফটের আগে থেকেই সবগুলো দল তাদের আইকন ক্রিকেটারও প্রায় চূড়ান্ত করে রেখেছে। যেমন মাইন্ড ট্রি খুলনার সাথে চুক্তি হয়েছে মুশফিকুর রহিম। ফরচুন বরিশালে আইকন ক্রিকেটারের ভূমিকায় থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইকন ক্রিকেটার হিসেবে রেখেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ওপেনার তামিম । ক্যাটাগরী ঠিক করেছে বিসিবি যেখানে ‘এ’ ক্যাটাগরিতে দেশী প্লেয়ারদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে ৭০ লাখ। এভাবে মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করে নির্ধারণ করা হয়েছে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকে সর্বনিম্ন ৫ লাখ টাকা পাবেন একজন ক্রিকেটার।কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে ভিড়িয়েছেন মঈন আলী, ফাফ ডু প্লেসি এবং সুনীল নারায়নকে

ফেসবুকে লাইক দিন