আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ ইং, ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বিপিএলে সাকিবের দল বরিশালে সব তারকা বিদেশী ক্রিকেটাররের মেলা

ভোলার খবর ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনো অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সবথেকে বড় কথা মোট ৬টি দল এখনো চূড়ান্ত হয়নি। কোন দল ফ্র্যাঞ্চাইজি হবে তা ঠিক হয়নি। তবে তিনটি দলই সবুজ সংকেত পেয়ে দল গঠন শুরু করেছে।এই তিন দলের মধ্যে বরিশালের ফ্রাঞ্চাইজি অন্যতম। বরিশাল ফরচুন নামে আগামী বিপিএলে অংশ নিতে যাচ্ছে তারা। আগে থেকেই জানা, বরিশালের হয়ে এবার খেলবেন সাকিব আল হাসান।শুধু সাকিবই নয়, একটি শক্তিশালী দল গঠন করার জন্য আঁট-ঘাট বেধেই মাঠে নামছে বরিশাল। জানা গেছে, সাকিব আল হাসানের সঙ্গে তার আইপিএল সতীর্থ আন্দ্রে রাসেলও খেলবেন বরিশালের হয়।ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজিটির একটি ফেসবুক পেজে জানিয়ে দেয়া হয়েছে কয়েকজন বিদেশী ক্রিকেটারের নাম। আন্দ্রে রাসেলছাড়াও বিদেশী ক্রিকেটারের মধ্যে বরিশালে খেলতে আসতে পারেন আফগান রহস্যময় অফ স্পিনার মুজিব-উর রহমান, ইংল্যান্ডের স্যাম বিলিংস এবং শ্রীলঙ্কান তারকা স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা। যিনি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি হ্যাটট্রিকও করেছেন।

ফেসবুকে লাইক দিন