আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ম্যারাডোনা কাপে বার্সার বিপক্ষে বোকা জুনিয়র্সের জয়

ক্রিড়া প্রতিবেদক:

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মরণে আয়োজিত ‘ম্যারাডোনা কাপে’ অংশ নেয় আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই ম্যাচে আর্জেন্টাইন ম্যারাডোনার দেশের ক্লাবটির সঙ্গে পেরে উঠেনি বার্সা। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে যায় বোকা জুনিয়র্স।ইতালিয়ান ক্লাব নাপোলির বাইরে বার্সেলোনা এবং বোকা জুনিয়র্সের হয়ে দীর্ঘদিন সময় কাটিয়েছেন আর্জেন্টাইন কিংবদিন্ত ম্যারাডোনা। সম্মান ও পরিচিতিও পেয়েছেন অনেক। তাই ম্যারাডোনাকে সম্মান জানাতে এই প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে বার্সা ও বোকা। রিয়াদের এমরাসুল পার্কে খেলতে নেমেছিল দুদল। এ লড়াই দেখার সুযোগ হয় প্রায় ২৫ হাজার দর্শকের।

গত বুধবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এই ম্যাচের ৫০তম মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নেন ফেরান জোগলা। লা লিগায় ওসাসুনার বিপক্ষে অভিষেক হয়ে কাতালানদের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেলেন গোলের দেখা।তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ম্যাচের ৭৭তম মিনিটে ইজিকুয়েল জেবালোস গোল করে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান। এরপর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। আর এরপরই শুরু হয় টাইব্রেকার।টাইব্রেকারে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি। বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবায়োস, ক্রিস্টইয়ান পাভোন ও অ্যারন মোলিনাস। অন্যদিকে বার্সেলোনার হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেজ ও ফাররান। এরপর ম্যাথিউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ‍্যে।

ফেসবুকে লাইক দিন