ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মেসকাত আহাম্মেদ (ভোলা কলেজ প্রতিনিধি)
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া ।
পরে সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বয়ক মুহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে কলেজের হল রুমে এক আলোচনা সভা ও বাদ যোহর দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ এনায়েত উল্ল্যাহ উপাধ্যক্ষ ভোলা সরকারি কলেজ ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ সহ শিক্ষক পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।