আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৫ ইং, ২৫শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল

ভোলার খবর ডেস্ক :

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে।এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। জেনারেল আজিজ আহমেদ গত ২৪ জুন অবসরে যান।আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনী সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জেনারেল অধিনায়ক) ছিলেন। আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত। তিনি কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকে লাইক দিন