আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী

ব্যালন ডি অর ২০২১: কবে, কোথায় এবং কীভাবে দেখতে পাবেন

এসে গেছে আরেকটি ব্যালন ডি অর ঘোষণার সময়। গত বছর কোভিড-পরিস্থিতির কারণে বাতিল হয়ে যাওয়ার পর এই বছর হচ্ছে এই আসর। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয় এটিকে।

কবে

৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত দেড়টায় (সোমবার দিবাগত রাতে) শুরু হওয়ার কথা এবারের আসর।

কোথায়

ব্যালন ডি অরের অনুষ্ঠান হবে প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে।

কোথায় দেখানো হবে

বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর, এবার সরাসরি দেখানোর কথা এই অনুষ্ঠান। স্টার স্পোর্টস সিলেক্ট ১ এ দেখানো হবে এবারের আসর।

কার হাতে এবারের পুরস্কার?

ব্যালন ডি অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কি এবারের পুরস্কারের বড় দাবিদার। মেসি এই বছর ক্লাবের হয়ে তেমন বেশি সাফল্য না পেলেও আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো কোনো বড় শিরোপা জিতেছেন। ব্যক্তিগত নৈপুণ্যেও বছরের শুরু থেকে ছিলেন উজ্জ্বল। সর্বশেষ ব্যালন ডি অর জিতেছিলেন তিনি, সেটি ছিল ষষ্ঠবারের মতো। রবার্ট লেভানডফস্কি যথারীতি এই বছর বায়ার্নের হয়ে আরেকটি দারুণ বছর কাটিয়েছেন। এছাড়া ইউরো ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ও এই বছরের ইউয়েফা বর্ষসেরা জর্জিনহো, তার চেলসি সতীর্থ এনগোলো কান্তে, রিয়ালের হয়ে দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা ও লিভারপুলের মো সালাহও আছেন দৌড়ে।

কীভাবে নির্বাচন করা হয় ব্যালন ডি অর?

ফ্রান্স ফুটবল ম্যানাগিজ শুরুতে ৩০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখান থেকে ইউরোপের শীর্ষ ১৮০ সাংবাদিকের ভোটে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করা হয়। এরপর বিশেষ ৫০ জন সাংবাদিক থেকে এই পাঁচজন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থান বিজয়ীর নাম ঘোষণা করে।

ফেসবুকে লাইক দিন