আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় বিএনপি’র গণঅনশন পালিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় গণঅনশন কর্মসূচী পালন করেছে ভোলা জেলা বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ভোলা জেলা বিএনপির কার্যালয় গণঅনশনে বসেন বিএনপি নেতাকর্মীরা। পরে বিকেল ৪টার দিকে গণঅনশন কর্মসূচি শেষ করেন। ভোলা জেলা বিএনপি’রর সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান এর সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান এর পরিচালনায় গণ-অনশনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম মিলন, কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির হাসান, ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার প্রমূখ।
জেলা বিএনপি’রর যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, এরপরও যদি তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে আরও কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় বিএনপি, কৃষক দল, শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন