খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে রেজা কিবরিয়া-নূর
অনলাইন ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ৭৭ বছর বসয়ী সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান তারা। এসময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের বলেন, রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।