বহিষ্কারের পর যা বললেন মেয়র জাহাঙ্গীর
অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন। আজ শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।তবে দল থেকে বহিষ্কৃত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেয়র জাহাঙ্গীর। শুক্রবার রাত ৯টার দিকে তিনি আমাদের সময়কে বলেন, বহিষ্কারের বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দল থেকে তাকে বিষয়টি জানালে মন্তব্য করবেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করে দেওয়া মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্যসংবলিত একটি ভিডিও গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়।এদিকে, জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের খবরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ। শুক্রবার সন্ধ্যায় সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা ও জয়দেবপুর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।