আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

আবারো মাঠে নামছে দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল

অনলাইন ডেস্ক :

ফুটবল দর্শকরা আবারো দেখতে পারবেন দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের কারিশমা। বর্তমানে পিএসজি’তে থাকা মেসির নামও অর্ন্তভুক্ত করেছেন আর্জেন্টিনার কোচ। এদিকে আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় উরুগুয়ের মাঠে খেলতে নামবে লাতিন আমেরিকা অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ১৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে স্বাগত জানাবে আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।

ফেসবুকে লাইক দিন