আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

আল্লাহ ভরসা, বাংলাদেশ ক্রিকেট দলকে: মাশরাফি

অনলাইন ডেস্ক :

গতকালের খেলায়ও ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২৪ রান করতে সমর্থ হয়েছিল টাইগার ক্রিকেটাররা। এমন সহজ টার্গেট অতিক্রম করতে ইংলিশদের তেমন বেগ পেতে হয়নি। বাজে হারের পরও সাকিব-রিয়াদদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। বুধবার ম্যাচ শেষে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তেমনটাই জানিয়েছেন এই পেসার।

মাশরাফি লিখেন, ‘সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়। শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো, কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোনও আশা নিয়ে খেলা দেখতে বসবে। মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে।’

মাশরাফি আরও লিখেন, ‘তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে, নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে। দেখবা সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাএ ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস। মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মনপ্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ।’

তিনি আরোও বলেন, ‘বাজে দিন ভুলে যাওয়াই উত্তম, তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’

ফেসবুকে লাইক দিন