আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে বিশ্বকাপে ভালো করার বার্তা দিয়েছিল টিম টাইগার্স। তবে মরুর বুকে আবারো সেই ব্যর্থতার গল্পেরই চিত্রনাট্য। কোনোরকমে গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার টুয়েলভ যাত্রা শুরু হয়েছে সেই হার দিয়েই।

এদিকে,র‌্যাঙ্কিংয়ে বিশ্বকাপের মঞ্চে এরই মধ্যে চার ম্যাচ খেলে দুই হারে টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাঙ্কিংয়েও দুঃসংবাদ পেল মাহমুদউল্লাহ বাহিনী। যদিও র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ।

ক্রিকেটের আধুনিকতম এই সংস্করণে ৪০ ম্যাচে টিম টাইগার্সের পয়েন্ট সাত হাজার ৮৬, রেটিং ২৩৬।

এদিকে, শীর্ষে আছে ইংল্যান্ড। এরপর দুইয়ে ভারত এবং তিনে পাকিস্তান। চার নম্বরে নিউজিল্যান্ড এবং পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ছয় নম্বরে, বাংলাদেশের আগের জায়গায় আছে অস্ট্রেলিয়া।

এছাড়া সাত নম্বরে রশিদ খান-মোহাম্মদ নবীর আফগানিস্তান। তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে অবস্থান শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের। দল দুটির অবস্থান যথাক্রমে নয় ও দশ নম্বরে।

গত ২৪ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি টিম টাইগার্সের। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূলপর্বের যাত্রা শুরু করে লাল-সবুজ বাহিনী। ওইদিন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার ওপেনার লিটন দাস। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

এদিকে, বিশ্বকাপের সুপার টুয়েলভে দল ‘ব্যাকফুটে’ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন তিনি।

দিন দুয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হিসাবে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যান বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বিশ্বকাপে আফ্রিদির ৩৯ উইকেট ছাড়িয়ে গিয়ে টাইগার অলরাউন্ডারের উইকেটসংখ্যা এখন ৪১।

বুধবার (২৭ অক্টোবর) আইসিসির আপডেট করা তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ৪১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে সাকিব। এরপরই অবস্থান আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর। তার পয়েন্ট ২৯৪। এরপর যথাক্রমে ২৮২ পয়েন্ট নিয়ে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং আফগান রশিদ খান আছেন ২৭০ পয়েন্ট নিয়ে।

ফেসবুকে লাইক দিন