আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

ভারতীয় দুই নাগরিককে আটক করেছে র‌্যাব

বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্ত অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর শরিফুল আহসান।

তিনি জানান, দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ জন ভারতীয় নাগরিক অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। পরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার হুদাদিগমবরপুর গ্রামের আকবর আলী মণ্ডলের ছেলে জটির বক্স মণ্ডল (৫৩) ও একই গ্রামের মৃত ইউসুফ আলী মণ্ডলের ছেলে শাহাবুদ্দিন মণ্ডল (৪৫)।

তিনি আরও জানান, সন্ধ্যায় গ্রেফতারকৃতদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন