আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ, দলে ফিরলেন রুবেল

ক্রীড়া প্রতিবেদক :

শুরুটা এমনিতেই খারাপ। বাছাই পর্ব কোনোরকম উতরালেও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আজ বুধবার এই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় দলে এসেছেন স্ট্যান্ডবাই থাকা পেসার রুবেল হোসেন।

বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।

সাইফউদ্দিনের পিঠের এই চোট বেশ পুরনো। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে পড়েছিলেন ইনজুরিতে। সে সময়ে প্রিমিয়ার লিগের কয়েকটা ম্যাচ খেলেছিলেন ইনজেকশন নিয়ে। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে আবার ব্যথা বাড়ে তার।

এখন যা অবস্থা তাতে খেলা চালিয়ে যাওয়াটাই দুষ্কর ছিল। ফলে বিকল্প দেখা ছাড়া উপায় ছিল না টিম বাংলাদেশের। ভাগ্য খারাপ সাইফউদ্দিনের, বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল তার।

অপরদিকে কপাল খুললো রুবেল হোসেনের। ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রুবেল টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি। উইকেট পেয়েছেন ২০টি।

গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে তিন ওভার বল করে ৩৮ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন।

বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

ফেসবুকে লাইক দিন