আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী

ইউরোপে খেলার আমন্ত্রণ পাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ ছাড়া কখনোই ইউরোপের দলগুলোর মোকাবেলা করার সুযোগ পায় না আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবার সেই সুযোগ পাচ্ছে তারা। ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তিকে নেশন্স লিগে অন্তর্ভূক্ত করার চেষ্টা চালাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, উয়েফা। নেশন্স লিগে অংশগ্রহণের জন্য খুব দ্রুত আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে আলোচনায় বসবে উয়েফার সভাপতি আলেকজান্ডার কেফেরিন। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্পেনের খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কা। নেশন্স লিগকে আরও জনপ্রিয় করে তুলতে চায় উয়েফা। জানা গেছে, এজন্য শুধু আর্জেন্টিনা এবং ব্রাজিলই নয়, অন্যান্য মহাদেশের দলগুলোকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার। সবশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি। এই দুই দলের মধ্যকার ম্যাচের সূচি ঠিক করে ফেলেছে উয়েফা ও কনমেবল। সে অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল।

ফেসবুকে লাইক দিন